কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় চট্টগ্রাম ক্লাব লিমিটেডকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। গতকাল মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা ক্লাবের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জুর নিকট উক্ত অংকের চেক হস্তান্তর করেন। এ সময় পূবালী ব্যাংক কেন্দ্রীয় অঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম, চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক খান মো. জাবেদ জাফর, ক্লাব সচিব মো. আশরাফ উদ্দীনসহ চট্টগ্রাম ক্লাব কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।