কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারে ‘ক্লাসে প্রথম জীবনে প্রথম’ হওয়ার লক্ষ্যে গত ১৬ সেপ্টেম্বর কোয়ান্টাম গ্রাজুয়েট ছাত্র, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে আয়োজিত হয় ২ দিন ব্যাপী শিক্ষার্থী ওরিয়েন্টেশন। কেন্দ্রীয় আলোচক ও শিক্ষার্থী মডারেটর সেলিম সাজ্জাদ ও নাসিফ সিদ্দিকী ওরিয়েন্টেশন পরিচালনা করেন।
জীবনের সঠিক লক্ষ্য নির্ধারণ, আত্মবিশ্বাস, অল্প সময়ে পড়া তৈরি, মনোযোগ বৃদ্ধি ও পড়া মনে রাখার কৌশল, পরীক্ষার খাতায় সুন্দর প্রেজেন্টেশন, সফল শিক্ষার্থী জীবনের বাধাগুলোকে শনাক্তকরণ, শিক্ষার্থী জীবনে সুস্বাস্থ্যের জন্য করণীয় ইত্যাদি বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি মেডিটেশন, যোগব্যায়াম, এসাইনমেন্ট, গ্রুপ ডিসকাশন ও প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











