চট্টগ্রাম কল্লোল সংঘের ফুটবল অনুশীলন শুরু

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণকারী চট্টগ্রামের একমাত্র দল কল্লোল সংঘের ফুটবল দলের অনুশীলন গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে অনুশীলনের উদ্বোধন করেন কল্লোল সংঘের প্রধান উপদেষ্টা ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। কল্লোল সংঘের সাধারন সম্পাদক সালাউদ্দিন জাহেদ এর সঞ্চালনায় এবং ক্লাবের সভাপতি শেখ নওশাদ সরোয়ার পিল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুশীলন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদ, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন, মনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর তিমির বরণ দে, রায়হান ইউসুফ, মোহাম্মদ বেলাল উদ্দিন, দলের হেড কোচ মোঃ কাশেম, নাহিদ মুরাদ মুন্না, মাহবুব আলম রাজীব সহকারী কোচ নুর হোসেন দৌলত, বাসার, ইকবাল, মহসিন আলী বাদশা, খুরশীদ আলী প্রমুখ। পরে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ আনুষ্টানিকভাবে দলের অনুশীলন উদ্বোধন করেন। ঢাকা যাওয়ার আগে কল্লোল সংঘ চট্টগ্রামে কয়েকদিন অনুশীলন করবে। এরপর ঢাকা রওয়ানা হবে লিগে অংশ গ্রহনের জন্য।

পূর্ববর্তী নিবন্ধবার্মিংহামে কমনওয়েলথ গেমসের জমকালো উদ্বোধন
পরবর্তী নিবন্ধরেলওয়ে এস এ এবং লাকিস্টার ক্লাবের জয়