রেলওয়ে এস এ এবং লাকিস্টার ক্লাবের জয়

রাবেয়া-সিরাজ কিশোর ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত রাবেয়া-সিরাজ কিশোর ফুটবল লিগের গতকালের ম্যাচে জয় পেয়েছে রেলওয়ে এস এ এবং ফিরিঙ্গি বাজার লাকিস্টার ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রেলওয়ে এস এ ৩-১ গোলে মির্জাপুর খেলোয়াড় কল্যান সমিতিকে পরাজিত করে। দিনের আরেক ম্যাচে ফিরিঙ্গি বাজার লাকিস্টার ক্লাব টাইব্রেকারে ৩-২ গোলে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। এই জয়ের ফলে ফিরিঙ্গি বাজার লাকিস্টার ক্লাব পেল দুই পয়েন্ট আর ফ্রেন্ডসক্লাব পেল এক পয়েন্ট। তবে সরাসরি জেতায় পুরো তিন পয়েন্ট পেয়েছে রেলওয়ে এস এ। গতকালের খেলা শেষে ফ্রেন্ডস ক।রাব, ফিরিঙ্গিবাজার লাকিস্টার ক্লাব দু দলই সেমিফাইনালের আশা জিইয়ে রাখল। ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে যাবে কোন দুটি দল তা বলা বেশ কঠিন হয়ে পড়েছে। কারন এই গ্রুপে একাধিক দল এখন সেমিফাইনালে দৌড়ে নিজেদের শামিল রেখেছে। কাজেই এই গ্রুপের শেষ চারের দুই দল নির্বাচন করতে আরো অপেক্ষা করতে হবে। দিনের প্রথম ম্যাচে শুরুতেই শুরুতেই এগিয়ে যায় রেলওয়ে এস এ। খেলার ৯ মিনিটে ইমন গোল করে দরকে এগিয়ে দেয়। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ইবরার আরেফিন। খেলার ২৭ মিনিটে আজ্জাম গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেয়। অপরদিকে মির্জাপুর খেলোয়াড় কল্যান সমিতির পক্ষে একটি গোল পরিশোধ করে মাইনুল ইসরাম। ফলে ব্যবধান কিছুটা কমালেও বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় মির্জাপুর খেলোয়াড় কল্যান সমিতিকে।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচটি ছিল দারুন প্রতিদ্বন্দ্বিতাপূর্ন। ফ্রেন্ডস ক্লাব এবং ফিরিঙ্গি বাজার লাকিস্টার ক্লাব শুরু থেকেই আক্রমনাত্নক ফুটবল খেলতে থাকে। কিন্তু গোলের দেখা পাচ্ছিলনা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও গোল করতে পারেনি কোন দলই। ফলে খেলার নিয়ম অনুযায়ী টাইব্রেকারের মাধ্যমে নিস্পত্তি করতে হয় খেলার। আর সে টাইব্রেকারে আর পেরে উঠেনি ফ্রেন্ডস ক্লাব। যদিও নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুদলই সমানতালে খেলেছে। বেশ ভাল উপভোগ্য একটি ম্যাচ হলেও গোল করতে পারেনি কোন দলই। টাইব্রেকারে ফ্রেন্ডস ক্লাবের পক্ষে প্রশান্ত এবং হৃদয় গোল করে। গোল করতে পারেনি শফি, মিরাজুল ইসলাম এবং পিয়ম দাশ। অপরদিকে ফিরিঙ্গি বাজার লাকিস্টার ক্লাবের পক্ষে টাইব্রেকারে গোল করে মিজবাহ উদ্দিন, দিদার আলম এবং ইশতিয়াক আহমেদ। তাদের পক্ষে গোল করতে পারেনি ফাহিম এবং মেহেদী হাসান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কল্লোল সংঘের ফুটবল অনুশীলন শুরু
পরবর্তী নিবন্ধঅপারেশন সুন্দরবনের ট্রেইলার উন্মোচন