চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে বিশেষ স্টুডেন্ট সেমিনার

| শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে কোয়ান্টাম ফাউন্ডেশন ও চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কর্তৃক যৌথ আয়োজনে গত ২৯ আগস্ট বিশেষ স্টুডেন্ট সেমিনারঃ মাইন্ড, ব্রেইন এন্ড টাইম মেনেজমেন্ট অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টা থেকে সাড়ে ১২ টা এবং দুপুর ২ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত দুইটি সেশনে স্কুলের দিবা ও প্রভাতি শাখার ৮ম থেকে ১০ম শ্রেণির মোট ৪১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কোঅর্ডিনেশনের সঞ্চালনায় সেমিনারে আলোচনা উপস্থাপন করেন তসলিম উদ্দিন মাহমুদ। সাইবার সিকিউরিটি এলার্টনেস নিয়ে বলেন মো. সাদেকুজ্জামান চৌধুরী। সবশেষে শিক্ষার্থীদের মাঝে আলোচিত বিষয়াবলির উপর কুইজ প্রতিযোগিতা হয়। বিজয়ীদের মেডিটেশন ম্যাগাজিন উপহার দেয়া হয় এবং উপস্থিত সকল শিক্ষার্থীদের বঙ্গাসন বুলেটিন ও ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ স্টিকার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী যদি জামিন অযোগ্য অপরাধ করে থাকে
পরবর্তী নিবন্ধরাউজানে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু