চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চালু ৬ জানুয়ারি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

টানা প্রায় আট মাস বন্ধ থাকার পর অবশেষে চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। আগামী ৬ জানুয়ারি থেকে চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ভারতীয় স্পাইস জেট এয়ারলাইনস কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে। ড্যাশ-৮ ৪০০ সিরিজের উড়োজাহাজ দিয়ে সপ্তাহের চার দিন ফ্লাইট পরিচালনা করবে স্পাইস জেট।
প্রতি রোববার, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে রওনা দেবে। একই দিন সকাল সোয়া ৭টায় তারা কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দেবে। বাংলাদেশ-ভারত এয়ার বাবল চুক্তির আওতায় চট্টগ্রাম-কলকাতা রুটে স্পাইস জেটের ফ্লাইট পরিচালিত হবে।
উল্লেখ্য, কলকাতার পথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ ফ্লাইট উড়াল দিয়েছিল গত ১১ এপ্রিল। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। চট্টগ্রাম-চেন্নাই রুটে বাংলাদেশের বেসরকারি একটি এয়ারলাইন্সের ফ্লাইট থাকলেও করোনাকালে তাও বন্ধ হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধরেলের সক্ষমতার চেয়ে যাত্রী বেশি, চাহিদা পূরণে হিমশিম
পরবর্তী নিবন্ধতাল গাছ সমান উঁচু খেজুর গাছ