চট্টগ্রাম কর আইনজীবী সমিতির মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গত ১৪ জানুয়ারি এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম বিভাগের সভাপতি মোহাম্মদ মুছা। সভায় সভাপতি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ও গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামের প্রতীক। তিনি সারাজীবন দেশ ও মানুষের জীবনের পুনরুদ্ধারের কাজ করে গেছেন। শোক সভা ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এহেতাশুমুল আলম চৌধুরী পাপ্পু। সভায় আরো বক্তব্য রাখেন এডভোকেট মোস্তাফা কামাল মনছুর, এডভোকেট গোলাম মাওলা, এডভোকেট ওমর ফারুক, কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবুল কালাম, কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ সরওয়ার আলম শিমুল, এডভোকেট ইমাম উদ্দিন, এডভোকেট কে এস আব্বাসী প্রমুখ। এই সময় জাতীয়তাবাদী করআইনজীবী ফোরামের বিভিন্ন স্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী করআইনজীবী ফোরাম ও চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের যৌথ উদ্যেগে মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি দোয়া মাহফিল ও শোকসভায় অংশগ্রহণ করে মোনাজাত পরিচালনা করেন উত্তরা আবাসিক এলাকার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম পাটোয়ারী। প্রেস বিজ্ঞপ্তি।












