চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটির অনুষ্ঠান

| রবিবার , ২১ আগস্ট, ২০২২ at ৫:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের এইচআর, এডমিন ও কমপ্লায়েন্স পেশাজীবীদের বৃহৎ সংগঠন চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটির উদ্যোগে শিল্পকারখানায় কর্মরত পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালা গত শুক্রবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রায় ৭০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেপজার নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হক। প্রধান আলোচক ছিলেন র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন আইকিউ চার্টের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম কামরুজ্জামান চৌধুরী, প্যাসিফিক জিন্সের মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন, সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, বিএসএইচআরএম এর সভাপতি গোলাম নেওয়াজ বাবুল, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এজিএম আরিফ আহমেদ, ইয়াং অ্যান্ড হেড এর মহাব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর, রিজেন্সি গার্মেন্টসের এইচআর হেড লিটন কান্তি সরকার, জিবি বিডি লিমিটেডের মহাব্যবস্থাপক শ্যামা প্রসাদ। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটির উপদেষ্টা লায়ন জি এম সাইদুর রহমান মিন্টু। সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি নাজিম উদ্দীন সাগর। শেষে বীর মুক্তিযোদ্ধা ডা. জি এম সামশুদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও যুগ্ম সম্পাদক আবু রিদুওয়ান পাভেল। কর্মশালায় সংগঠনের সদস্য অয়ন চৌধুরী, জুয়েল পাল, আবু তালেব, মোহাম্মদ হাসান, জহুরা ও জুলিয়া উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবসর সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রামের বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধহোমিওপ্যাথি বিজ্ঞানসম্মত বিশ্বব্যাপী সহজলভ্য একটি চিকিৎসা বিজ্ঞান