বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রাহক সেবা সহজীকরণ ও চট্টগ্রাম ওয়াসা সংযোগের বকেয়া আদায়ের লক্ষ্যে সেবা মাস শুরু হচ্ছে আজ। ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে এই কার্যক্রম। সে লক্ষ্যে আজ সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম ওয়াসার ৫ম তলাস্থ কনফারেন্স রুমে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত সময়ে গ্রাহকদেরকে বকেয়া পরিশোধে উদ্বুদ্ধকরণের জন্য পূর্বের সমস্ত বকেয়া সারচার্জবিহীন পরিশোধের সুবিধা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতোমধ্যে স্থাপিত গভীর নলকূপ সমূহকে লাইসেন্সের আওতায় আনার জন্য গ্রাহককে লাইসেন্স দেয়ার প্রয়োজনীয় সুবিধা প্রদান করা হবে। এছাড়া সর্বোচ্চ বকেয়া বিল পরিশোধকারীদের স্বীকৃতি প্রদানের জন্য সম্মাননা, গ্রাহক সংযোগে অচল/চুরি/নষ্ট মিটার ২৪ ঘন্টার মধ্যে প্রতিস্থাপনসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।