ভ্যাকসিনেশনে ডায়াবেটিস রোগীদের সম্পৃক্ত হতে হবে

ডায়াবেটিস সচেতনতা দিবস উদযাপন

| সোমবার , ১ মার্চ, ২০২১ at ১১:৪১ পূর্বাহ্ণ

ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে গতকাল রোববার সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে রোগী সমাবেশ ও আদর্শ ডায়াবেটিস রোগীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী ।
এতে প্রধান অতিথি ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ডায়াবেটিস একসাথে একাধিক রোগ নিয়েই চলে। ডায়াবেটিস একা চলতে পারে না। জরিপ ও পরিসংখ্যানে কোভিড আক্রান্তদের মধ্যে ৬০% লোকই হচ্ছে ডায়াবেটিস রোগী। এজন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় বের হলেই মাষ্ক পরিধান করতে হবে। ডায়াবেটিসের সাথে কোভিডের ভাইরাসের একটি যোগসূত্র বিদ্যমান। এজন্য সকল ডায়াবেটিস রোগীদের ভ্যাকসিনেশনে সম্পৃক্ত হতে হবে। বিশেষ অতিথি ডা. সেখ ফজলে রাব্বী বলেন, প্রতি ৭ সেকেন্ডে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিসের কারণে বিবিধ রোগের সৃষ্টি হয়। করোনা ভাইরাসে যে কেউই আক্রান্ত হতে পারেন। তবে যারা আগে থেকে বিশেষ কিছু অসুখে ভুগছেন তাদের আক্রান্ত হওয়াার ঝুঁকি বেশি। এজন্য সচেতন হয়ে, নিয়মিত হেঁটে, লাইফস্টাইল পরিবর্তন পূর্বক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি। সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, কোভিড ও ডায়াবেটিস প্রতিরোধে বাঁচবে জীবন-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হচ্ছে। নির্বাহী সদস্য হাসান মুরাদের সঞ্চালনায় রোগী সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সহ-সভাপতি এস.এম শওকত হোসেন, আবিদা মোস্তফা, কোষাধ্যক্ষ এস এম জাফর, নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম, নিজামউদ্দিন মাহমুদ হোসেন, আলী চৌধুরী, ডা. নওশাদ আজগার চৌধুরী, হাসিনা আকতার লিপি, প্রফেসর ইউসুফ জালাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়াসার সেবামাস শুরু হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ প্রাক্তন রোভার স্কাউট সংসদের পুনর্মিলনী ৫ মার্চ