চট্টগ্রাম উপ-আঞ্চলিক অ্যাথলেটিক্সে নোয়াখালীর শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন

| মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১১:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫৪তম শীতকালীন ক্রীড়া আসরের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় নোয়াখালী জেলা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার নগরীর চান্দগাঁও হাজেরা তজু হাই স্কুল মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অপর জেলা ফেনীর সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৮৫ পয়েন্ট লাভ করে নোয়াখালী এ কৃতিত্ব দেখায়। ২০০৯ সালের পর থেকে উপআঞ্চলিক পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় নোয়াখালীর কর্তৃত্ব বজায় রয়েছে। আহমদিয়া স্কুলের ছাত্রছাত্রীদের কল্যাণে নোয়াখালীর শিরোপা এখনো পর্যন্ত অক্ষুন্ন রয়েছে। অন্যদিকে ফেনী জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিষ্ণুপুর স্কুলের ছাত্রছাত্রীদের কারণে ফেনী হয়েছে দলগত রানার্সআপ। তাদের অর্জিত পয়েন্ট ১৪৫। অংশগ্রহণকারী ৭ জেলার মধ্যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানের প্রতিযোগিরা ট্র্যাকে অনেকটা দ্যুতি ছড়ালেও স্বাগতিক চট্টগ্রামের প্রতিযোগিরা ছিল একেবারে পেছনে। ২/১টা সিলভার ও ব্রোঞ্জ পদক ছাড়া গলায় পড়তে পারেনি কোন গোল্ড পদক। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মাউশি’র উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার আবদুল আজিজ, সহকারী জেলা শিক্ষা অফিসার সৈয়দ আবদুল মান্নান ও হাজেরা তজু হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আলমগীর বিশেষ অতিথি ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনেপালকে হারিয়ে দ্বিতীয় জয় বাংলাদেশের
পরবর্তী নিবন্ধএকাডেমি কাপ ফুটবলের ফাইনালে আর জি ও আকুবদন্ডী