চট্টগ্রামে ৯৯১ নমুনা পরীক্ষায় শনাক্ত ৪ জন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ অক্টোবর, ২০২১ at ৫:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ জন নগরীর ও বাকি ৩ জন উপজেলার বাসিন্দা। এ সময় ৯৯১টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ১৫৯ জন। এর মধ্যে নগরীর ৭৩ হাজার ৯২৯ জন এবং উপজেলার ২৮ হাজার ২৩০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় এক হাজার ৩১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২১ জন নগরীর এবং ৫৯৮ জন উপজেলার।

পূর্ববর্তী নিবন্ধ১৪ ট্রাকে গেল জব্দ ইলিশ
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় গৃহকর্মীর আত্মহত্যা