ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ছয় আসনে ৭ জনকে চূড়ান্ত করে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় পার্টি (জিএম কাদেরের অংশ)। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। সংবাদ সম্মেলন থেকে চট্টগ্রামসহ দেশের ২৪৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে তিন পার্বত্য জেলার তিন আসনেই প্রার্থী রয়েছেন। এছাড়া কক্সবাজারের চার আসনের মধ্যে প্রার্থী দেয়া হয় তিন আসনে।
চট্টগ্রামের প্রার্থী যারা : চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে দুইজনের নাম ঘোষণা করা হয়। এরা হচ্ছেন– সৈয়দ শাহাদাত হোসেন ও মো. এরশাদ উল্ল্যা। এছাড়া চট্টগ্রাম–৬ (রাঙ্গুনিয়া) আসনে মো. মেহেদী রাসেদ, চট্টগ্রাম–১১ (বন্দর, পতেঙ্গা, ইপিজেড ও সদরঘাট) আসনে মো. আবু তাহের, চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে ফরিদ আহম্মেদ চৌধুরী, চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আবদুর রব চৌধুরী ও চট্টগ্রাম–১৪ ( চন্দনাইশ) আসনে মোহাম্মদ বাদশা মিয়া।
এদিকে তিন পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়িতে মিথিলা রোয়াজা, রাঙামাটিতে অশোক তালুকদার ও বান্দরবানে আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহকে প্রার্থী ঘোষণা করা হয়।
এছাড়া কঙবাজারের চারটি আসনের মধ্যে কঙবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে মো. মাহমুদুল করিম, কঙবাজার–৩ (সদর–রামু) আসনে মফিজুর রহমান ও কঙবাজার–৪ নুরুল আমিন সিকদার ভুট্টোকে প্রার্থী ঘোষণা করা হয়।












