চট্টগ্রামে রোববার ২ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৭৪২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় শনাক্তের হার দাঁড়িয়েছে প্রায় ২৬ শতাংশ। আগের দিন (শনিবার) ৫৫৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল প্রায় ২৮ শতাংশ। তথ্য পর্যালোচনায় দেখা যায়, ৫ মাস পর চট্টগ্রামে শনাক্তের সংখ্যা ফের ৭০০ ছাড়াল। এর আগে গত বছরের ১১ আগস্ট ৭৭২ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া তিন মাস দশদিন পর চট্টগ্রামে পুনরায় ৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। এর আগে গত বছরের ৬ অক্টোবর ৩ জনের মৃত্যু হয়েছিল। দীর্ঘ দিন পর করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানান সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। এ নিয়ে আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায় দিন দিন সংক্রমণ ও শনাক্তের হার বাড়ছেই। নতুন বছরের শুরু থেকেই করোনা সংক্রমণ বেড়েই চলেছে চট্টগ্রামে। বছরের প্রথম দিন শনাক্তের হার ছিল ০.৬০ শতাংশ। আর গত দুদিনে এই হার ২৫ শতাংশের ঊর্ধ্বে।
রোববার পর্যন্ত সবমিলিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৭১৯ জনে। এদিকে, শনিবার শনাক্ত ৭৪২ জনের ৫৯৭ জন মহানগরের। আর ১৪৫ জন উপজেলার। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।












