চট্টগ্রামে ৫ দিন পর এক রোগীর মৃত্যু নতুন শনাক্ত ৩৯৭

| বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে পাঁচ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৯৭ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ১২ দশমিক ২৫ শতাংশ। চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, শাহ আমানত বিমানবন্দর, নগরীর এগারো ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ৩ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৩৯৭ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের বাসিন্দা ২৬৩ জন ও চৌদ্দ উপজেলার ১৪৪ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ মিরসরাইয়ে ৩১ জন, সীতাকুণ্ডে ১৫ জন, রাউজানে ১৩ জন, ফটিকছড়িতে ১২ জন, হাটহাজারীতে ১১ জন, লোহাগাড়া ও পটিয়ায় ৮ জন, বোয়ালখালী ও আনোয়ারায় ৭ জন, রাঙ্গুনিয়া, সাতকানিয়া ও চন্দনাইশে ৫ জন, বাঁশখালীতে ৪ জন, সন্দ্বীপে ৩ জন রোগী রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৩ হাজার ৯৭৩ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৯০ হাজার ২৫৫ জন ও গ্রামের ৩৩ হাজার ৭১৮ জন। করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল মঙ্গলবার সে গ্রামের একজনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ১ হাজার ৩৬০ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৬ জন।

পূর্ববর্তী নিবন্ধদেশে একদিনে ৪৩ মৃত্যু, ২১ সপ্তাহের সর্বোচ্চ
পরবর্তী নিবন্ধজেলা প্রশাসককে জেলা আইনজীবী সমিতির জাস্টিস ডিমান্ড নোটিশ