চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘন্টায় সিএমপির বিভিন্ন থানার অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ মোট ৩০ জন গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে সিএমপি।
গ্রেফতারকৃতরা হলেন, কোতোয়ালী থানা থেকে মোঃ জোবায়ের খান প্রকাশ জুরাত (২৭), হাজী সেলিমুল ইসলাম (৭০), মোঃ জসিম উদ্দিন (২৯), মোঃ জুয়েল প্রকাশ মামা জুয়েল (২৫), মোঃ রুবেল প্রকাশ চাকমা রুবেল (৩৪), বাকলিয়া থানার আসামি হাসনাত জামান বাবু (৪২), মোঃ ইফতার হোসেন আলভি (২০), মোঃ হৃদয় (৯৯), চান্দাগাঁও থানার আসামি মোঃ সাইফুল ইসলাম (৫৬), মোঃ রমজান আলী (৫৫), মোঃ নুর (৪৮), মোঃ ইমরান হোসেন (৩২), বায়েজিদ বোস্তামী থানার আসামি এসএম ইউসূফ লিটন (৪৮), মোঃ এনাম (৩৫), মোঃ আব্দুল জলিল রিফাত (২৫), সদরঘাট থানার আসামি রিয়াদ হোসেন (২১), পাঁচলাইশ থানার আসামি শহিদুল ইসলাম সাজ্জাদ (২৭), মোঃ মঞ্জুর আলম (৪০), হালিশহর থানার আসামি মোঃ নাজিম উদ্দিন (৪২), পাহাড়তলী থানার আসামি মোঃ ফয়সাল আক্তার চৌধুরী, আকবরশাহ থানার আসামি মোঃ শওকত মামুন (৫২), পতেঙ্গা মডেল থানার আসামি মোঃ সোলাইমান (৩০), ডবলমুরিং মডেল থানার আসামি সেকান্দর মিয়া (৫০), মোঃ আজিম উদ্দিন (২৩), মোঃ সৌরভ চৌধুরী (২৮), খুলশী থানার আসামি মোঃ ফারুক (২৯), মোঃ আবুল কালাম (৫৮), ইপিজেড থানার আসামি মোঃ আল আমিন (১৯), কর্ণফুলী থানার আসামি নাছির উদ্দিন নাহিদ (৪০) ও চকবাজার থানার আসামি মুহাম্মদ শাহাদাত হোসেন (৩৪)কে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপরোক্ত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।