চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৭২

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ২:৪৫ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭২ জন। এদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৯৪৮টি। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৮ হাজার ২৩ জন। মোট মারা গেছেন ৩৮৩ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৭২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে নগরে ২৩৪ জন এবং উপজেলায় ৩৮ জন।-বাংলানিউজ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের তাগিদ দিয়েছেন।

এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নগরের তিনটি প্রবেশমুখে চেক পোস্ট বসানো হচ্ছে। সেখানে মানুষকে সচেতনতার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে। প্রথমে সর্তক করা হবে এবং এতে যদি কাজ না হয়, তাহলে কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধভায়োলিনের শহর, কুমার বিশ্বজিৎ-সমরজিৎ-সামির গান
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর সমাবেশে বোমা হামলায় ১৪ জনের মৃত্যুদণ্ড