চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ৬৬ জন

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ৩:০৩ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ৩৮৯টি নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৬ শতাংশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৪৬ জন মহানগর এলাকার এবং ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ২৬০ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ হাজার ৪৮৯ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৭৭১ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস সরবরাহ নিয়ে ইউরোপকে পুতিনের সতর্কবার্তা
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে ভুয়া এনআইডি তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৫