চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও দশ জনের করোনা শনাক্ত

আজাদী অনলাইন | শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১২:২২ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তবে একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

এর আগে শুক্রবার (২৮ অক্টোবর) চট্টগ্রামে ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। আজ শনিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১০টি ল্যাবে ১৪৮টি নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে । আক্রান্তদের মধ্যে ৬ জন নগরীর ও ৪ জন মিরসরাই উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৫৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৩৯০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

পূর্ববর্তী নিবন্ধসাকার বাড়ি ঘেরাও করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড
পরবর্তী নিবন্ধবিএনপি থেকে সাবধান