চট্টগ্রামে সোমবার করোনা আক্রান্ত ১১ জন

আজাদী অনলাইন | সোমবার , ৭ মার্চ, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার তুলনায় ১ দশমিক ০৮ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

সোমবার (৭ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৫ জন মহানগর এলাকার ও ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৫৫ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৩৮ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫১৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধমাদরাসা শিক্ষার আধুনিকায়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার
পরবর্তী নিবন্ধপাওনা টাকার জন্য শিশু‌কে অপহরণ