চট্টগ্রামে সাকুরাফুজি টেকনিক্যাল একাডেমির কার্যক্রম উদ্বোধন

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:৪৮ পূর্বাহ্ণ

পশ্চিম খুলশী ওয়ারলেস মোড়ে জাকির হোসেন রোডের বিটিআই ল্যান্ডমার্ক ভবনের তৃতীয় তলায় উদ্বোধন হয়েছে সাকুরাফুজি টেকনিক্যাল একাডেমি বাংলাদেশ শাখা। এতে কোরআন তেলাওয়াত করেন মো. আনিছুর রহমান। সায়মা চৌধুরী পিংকীর উপস্থাপনা ও প্রফেসর মাকসুদুর রহমানের পরিচালনায় গতকাল সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাকুরাফুজি টেকনিক্যাল একাডেমি লিমিটেডের প্রিন্সিপাল ইসমাইল হোসেন।বক্তব্য রাখেন সাকুরাফুজি টেকনিক্যাল একাডেমি জাপানের উপদেষ্টা থেরেদা ইউজি, ম্যানেজিং ডিরেক্টর তোম ইউকি, সাকুরাফুজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শাহ জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন জাপানে অবস্থারত সাকুরাফুজি টেকনিক্যাল একাডেমির ডিরেক্টর অলি উল্লাহ রিপন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাসারু খানাজাকি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। সাকুরাফুজি টেকনিক্যাল একাডেমি চট্টগ্রাম শাখায় প্রশিক্ষণপ্রাপ্ত জাপানি শিক্ষক দ্বারা জাপানিজ ভাষার ক্লাস পরিচালিত হয়। এছাড়া উক্ত প্রতিষ্ঠানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স, এন, এন৪ ও এন৩ তে ভর্তি চলছে। এখানে লিসেনিং, স্পিকিং, রিডিংয়ের জন্য আলাদা গুরুত্ব দেওয়া হয়। চাকরিজীবীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা আছে। উক্ত প্রতিষ্ঠানে কোর্স শেষে জাপানে চাকরির ভিসা প্রসেসিং করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র দূতাবাস ও ইয়ুথ ভয়েসের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা জোরদারে বৈঠক
পরবর্তী নিবন্ধপটিয়ায় ফ্রি হার্ট ক্যাম্প বৈজ্ঞানিক সেমিনার ও শীতকালীন চিকিৎসা মেলা ১৯ ডিসেম্বর