একক মূকাভিনয়ে আগ্রহীদের জন্য চট্টগ্রামে শুরু হচ্ছে বিশেষ মূকাভিনয় কর্মশালা। আগামী ২১-২৩ জুলাই জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে তিন দিনের এ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্যান্টোমাইম মুভমেন্ট এ কর্মশালার আয়োজন করছে।
কর্মশালা পরিচালনা করেবেন মূকাভিনয় শিল্পী, প্রশিক্ষক ও প্যান্টোমাইম মুভমেন্টের সভাপতি রিজোয়ান রাজন। এতে একক মূকাভিনয়ের কলা-কৌশল, গল্প নির্মাণ ও মূকাভিনয় উপস্থাপনসহ প্রশিক্ষণ দেয়া হবে। আগ্রহীদের ০১৭১৪-০৬৫৩৫৩ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানার জন্য অনুরোধ জানানো হয়েছে।