চট্টগ্রামে শনিবার করোনায় আক্রান্ত আরও ১৮২

আজাদী অনলাইন | শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ১২:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৭৮ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এরআগে গতকাল শুক্রবার চট্টগ্রামে ২৭৭ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

তথ্য মতে, চট্টগ্রামের ১০টি ল্যাবে ২ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করে ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৩ জনই নগরীর বাসিন্দা। বাকি ১০৯ জনের মধ্যে লোহাগাড়ার ১১, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৪, আনোয়ারার ৯, চন্দনাইশের ৩, পটিয়ার ৫, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১৩, হাটহাজারীর ১১, ফটিকছড়ির ১৩, মিরসরাইয়ের ৯ ও সীতাকুণ্ডে ৯ ও সন্দ্বীপে ২ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ৮৬৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশের যোগাযোগ ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন
পরবর্তী নিবন্ধবিশিষ্ট নাগরিকদের সাথে সার্চ কমিটির বৈঠক অনুষ্ঠিত