চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। দুজনই উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে এক হাজার ৩২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরীর বাসিন্দা এবং ৬০৪ জন উপজেলার বাসিন্দা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা নগরীর বাসিন্দা। এ সময় ১ হাজার ৬০০ টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ২২৯ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ৯৬৯ জন, বাকি ২৮ হাজার ২৬০ জন উপজেলার বাসিন্দা।