চট্টগ্রামে রেয়াজুদ্দিন বাজারে আগুন, ৩ জনের মৃত্যু

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ১:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজার এলাকায় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৩ জনের মৃত্যু হয়েছে। ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, অগ্নিকাণ্ডে পর পাশে থাকা আটতালা ভববের একটি ব্যাচেলর বাসায় ৩ জন ধোয়ার কারণে আটকে পড়ে সেখানে মারা যান। এদের মধ্যে আহত অবস্থা আরো ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতদের নাম, মো: ইকবাল (২৬), মো: সাহেদ (২৮) ও হৃদয়ান (৩৫)।

প্রতক্ষ্যদর্শী এক বাসিন্দা জানান, মার্কেটটির বেশ কয়েকটি ফ্লোরে দোকান থাকলেও ওপরের কয়েকটি তলায় মার্কেটের কর্মচারীরা থাকেন। অগ্নিকাণ্ডের পর কিছু কর্মচারী বেরিয়ে এলেও ভবনটিতে আটকে পড়েছেন বেশ কিছু লোক। দোতলার একটি মোবাইল যন্ত্রাংশের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, ‘আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যায়। ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত ও আহতদের উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিকেল পাঠাই।’

পূর্ববর্তী নিবন্ধচিত্রাঙ্কনে দেশসেরার পুরস্কার পেল মহেশখালীর কৌশিক
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা