চট্টগ্রামে মাঝারি ভূমিকম্প

উৎপত্তিস্থল মিয়ানমারের হাকহা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটারস্কেলে ৫.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হলেও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গতকাল রোববার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে এই ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কেন্দ্রীয় আবহাওয়া অফিসের ওয়ারলেস সুপারভাইজর (ভূমিকম্প) জহিরুল ইসলাম দৈনিক আজাদীতে বিষয়টি নিশ্চিত করেন।
ওয়ারলেস সুপারভাইজর (ভূমিকম্প) জহিরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ২৭৪ পূর্ব দিকে এবং ঢাকা থেকে ৪১৪ দক্ষিণ পূর্ব দিকে প্রতিবেশি রাষ্ট্র মিয়ানমারের হাকহা নামক স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এটি একটি মাঝারি মানের ভূমিকম্প। রিখটার স্কেলে ৫.০ মাত্রা রেকর্ড হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাজারে মানুষের ভিড়
পরবর্তী নিবন্ধসরকারি হাসপাতালে মিলছে না রেমডেসিভির ইনজেকশন