চট্টগ্রামে বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ

মহানবীকে (সা.) অবমাননা

আজাদী ডেস্ক | শনিবার , ১১ জুন, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

মহানবীকে (সা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও মুসল্লিরা এ কর্মসূচি পালন করেন।

শাহ মালেকীয়া যুব কমিটি : ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দাল কর্তৃক হযরত মুহাম্মদ মোস্তাফ (.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ শাহ্‌ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কায়ছার উদ্দীন আলমালেকীর সভাপতিত্বে ও বোরহান উদ্দীন আলমালেকীর সঞ্চালনায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা লায়ন জাহেদুল করিম বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন, আবু হানিফ, মুনিরুল ইসলাম, মাহবুবুর রহমান সুজন, রেজাউল হক গোফরান, বোরহান উদ্দীন মালেকী। সমাবেশে বক্তারা , বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দালের কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন পূর্বক তাদের নাগরিকত্ব বাতিলের জোরালো আবেদন জানান। এতে আরো উপস্থিত ছিলেন, ফয়েজুল হক, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ হাছান, হাফেজ আবদুল করিম কুতুবী প্রমুখ।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে মানববন্ধন পূর্ব এক সমাবেশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেনভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মা মহানবী (দঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাদ্বি আনহা) কে নিয়ে যে ঔদ্ধ্যত্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেনতা বিশ্ব মুসলিম কমিউনিটির হৃদয় ভেঙে খানখান হয়ে গেছে। তিনি এ অবাঞ্ছিত ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেনইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আবু নাছের তালুকদার। চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনঅধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, স ম শহিদুল হক ফারুকী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, লোকমান হাকিম মেম্বার, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মোজাম্মেল হোসেন, মাওলানা আইয়ুব বদরী, ডা. হাসমত আলী তাহেরী, আল্লামা নাছির উদ্দিন আল বারী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, ইলিয়াস খান ইমু, মাওলানা মাসুদ করিম চৌধুরী, শাহজাদা মঈনুদ্দিন সঞ্জরী, এম এ মান্নান জিকু, তৌহিদ মুরাদ সুমন, কাওসারুল ইসলাম সোহেল, রাসেদুল ইসলাম রাসেল প্রমুখ।

আনজুমানে আশেকানে মোস্তফা () বাংলাদেশ : মহানবী (.) ও হযরত আয়েশা সিদ্দিকাকে (রা.) কে নিয়ে জঘন্য কটূক্তি করার প্রতিবাদে নগরীর বায়েজিদ বোস্তামি (রহ) মাজার গেট চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আনজুমানে আশেকানে মোস্তফা (.) বাংলাদেশ। শুক্রবার অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আনজুমান সভাপতি আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর সভাপতিত্বে ও বায়েজিদ থানা শাখা আনজুমানে আশেকানে মোস্তফা (.) বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, শাহজাদা মাওলানা আশিকুর রহমান হাশেমী, মুহাম্মদ শাহজাহান, খোরশেদ আলম মুতোয়াল্লি, মাওলানা শহিদুল্লাহ চিশতি, মাওলনা ইউসুফ আমিনি, মাওলানা আবদুল্লাহ আল নিশান, মাওলানা হাফেজ মুহাম্মদ জাকারিয়া, মাওলানা হাফেজ মুহাম্মদ জাফর, আবদুর রহমান সওদাগর, মাওলানা হাফেজ মুহাম্মদ ইউসুফ, মাওলানা হাফেজ মোহাম্মদ জামালুদ্দিন প্রমুখ।

ইসলামী ছাত্রসেনা দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড : হযরত মুহাম্মদ মোস্তফা ও হযরত মা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কটূক্তি ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে ফতেয়াবাদ চত্বরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ও চিকনদন্ডী ইউনিয়ন শাখার উদ্যোগে এক মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ সৈয়দ হাসান মাসুদ মেম্বারে সভাপতিত্বে ইমদাদুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাটহাজারী উপজেলার সভাপতি রফিকুল ইসলাম তাহেরী। সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যাপক হাফেজ আহমদ, আলী ফারুক চৌধুরী, রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন হীরু, মাওলানা আলী আকবর, ওসমান চৌধুরী, বাহাদুর আলম, আনোয়ার হোসেন রানা, রমজান আলী, জামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, কামাল উদ্দিন, জাকির হোসেন বাবলু প্রমূখ। বিক্ষোভ মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে।

চুয়েট : রাউজান প্রতিনিধি জানান, ভারতের বিজেপির দুই নেতা মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে প্রতিবাদকারীরা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে সামনে সমবেত হয়। সেখানে তারা মানববন্ধন করে। পরে বিক্ষোভ মিছিল শেষে তারা সরকারের কাছে দাবি জানায় এ ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানিয়ে বিবৃতি দেয়ার।

রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, ভারতে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যে করার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার রাঙামাটি শহরের বনরূপা শাহী জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা শাখার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা শফিউল আজম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বনরূপা শাহী জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ সুলতান মাহমুদ, কাঁঠালতলী জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ সেকান্দর হোসেন রেজভী প্রমুখ। এছাড়াও রাঙামাটি শহরের বাদে জুমার নামাজের পরে রিজার্ভ বাজার, প্রেসক্লাব চত্ত্‌বর, পৌরসভা চত্ত্বর সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম : মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদে গতকাল শুক্রবার বাদ জুমা জমিয়তুল ফালাহ মসজিদের সামনে ওয়াসা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলাম। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি আবুল কাশেম মাতাব্বর, নগর জয়েন্ট সেক্রেটারি মীর আহমদ, জাতীয় ওলামামাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল কবির ভূঁইয়া, নগর উপদেষ্টা মাওলানা মুসলেহ উদ্দিন, চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি তানভীর হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ দেশবাসীকে ভারতীয় পণ্য ক্রয়বিক্রয় করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

জমিয়তুল ফালাহ মসজিদের সামনে ওয়াসা চত্বর থেকে লালখানবাজার হয়ে জিইসির মোড় গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিল সমাপ্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনবীজীকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় ভারতকে ধন্যবাদ : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিদ্রোহীদের নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগের প্রার্থীরা