চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাদি হত্যার বিচার দাবি

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল জুমার নামাজের পর আন্দরকিল্লা মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালখান এলাকার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদ বলেন, ‘বাংলাদেশকে আর কারও করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেওয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।’

বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে সরকার তিন সপ্তাহ হয়ে গেলেও হাদি হত্যার মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি, সেই সরকার পুরোপুরিভাবে ব্যর্থ।

ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, শহীদ হাদির আদর্শ কোনও দলীয় আদর্শ নয়। হাদির উত্তরসূরী হিসেবে আধিপত্যের বিরুদ্ধে এই সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখবো। এ সময় আরও বক্তব্য দেন তৌফিক ইমরোজ, এসএম শহিদ, আল মামুনসহ অনেকে।

পূর্ববর্তী নিবন্ধশাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের
পরবর্তী নিবন্ধশিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ