চট্টগ্রামে বিকেলে বিএনপির সমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ

আজাদী অনলাইন | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ১২:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের প্যারেড মাঠে আজ বিএনপির বিভাগীয় সমাবেশ। ইতোমধ্যে দলের নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হচ্ছেন।

বুধবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। তবে সমাবেশ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয় সেই বিষয়ে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

অন্যদিকে এই সমাবেশ ঘিরে কোনো নাশকতা করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে আওয়ামী লীগ।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম প্যারেড মাঠে পুলিশের অনুমতি নিয়ে সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটি হবে শান্তিপূর্ণ কর্মসূচি। আশা করছি, সরকার সমাবেশে বাধা দেওয়ার মতো কোনো ভুল করবে না।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় জানান, সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তার জন্য যা যা দরকার, সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুলিশ অহেতুক কাউকে হয়রানি করবে না। তবে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধবড় হারে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের
পরবর্তী নিবন্ধহঠাৎ কমেছে ফেসবুক ফলোয়ার