চট্টগ্রামে বজ্রপাতে সাত মৃত্যু

সারা দেশে মারা গেছেন আরও ১৩

আজাদী ডেস্ক | সোমবার , ৭ জুন, ২০২১ at ৫:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পাঁচ উপজেলায় বজ্রপাতে এক স্কুলছাত্রসহ ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৬ জন মারা গেছেন গতকাল রোববার, একজন মারা গেছেন গত শনিবার। আহত হয়েছেন ৬ জন। এছাড়া মারা গেছে দুটি গবাদি পশু। এদিকে গতকাল সারা দেশে বজ্রপাতে প্রাণ গেছে ১৩ জনের। এদের মধ্যে সিরাজগঞ্জে ৫ জন, ফেনীতে দুজন এবং মাদারীপুর, নোয়াখালী, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, মানিকগঞ্জ ও বরিশালে একজন করে নিহত হয়েছেন।
ফটিকছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, উপজেলায় বজ্রপাতে দুই নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই নারী। অপর দুটি স্থানে দুটি গবাদি পশু নিহত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ৮টায় কাঞ্চন নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফেঁজারাম মহাজনের বাড়ি (ডলু পাড়া) সংলগ্ন মাঠে বজ্রপাত হলে লাকি দাশ (৩৮), শোভা রানি দে (৪৫), ভানু (৪০) ও মালতি দাশ (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাঞ্চন নগর আবুল মোনায়েম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লাকি দাশ ও ভানুকে মৃত ঘোষণা করেন।
কাঞ্চন নগর ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব বলেন, ডলুপাডা খালের পাড়ে চারজন মহিলা কৃষিক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে দুজন নিহত ও দুজন আহত হন।
দুপুরে নাজিরহাট পৌর এলাকায় বজ্রপাতে শফি সওদাগর (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পৌরসভার ৫ নং ওয়ার্ডের এবিসি এলাকায় এ ঘটনা ঘটে। শফি ওই এলাকার আব্দুল হামিদ সর্দার বাড়ির মৃত আব্দুল আজিজের পুত্র। এবিসি স্কুল সংলগ্ন একটি চায়ের দোকান রয়েছে শফির। ঘটনার সময় তিনি পুকুরে গোসল করে দোকানে ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে দৌড়ে একটি দোকানে আশ্রয় নেন। সেখানে বুকে ব্যথা শুরু হলে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন। চমেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে বজ্রপাতে ফটিকছড়ি পৌর সদরে ও পূর্ব ধর্মপুর আঁধার মানিক এলাকায় দুটি গবাদি পশু মারা গেছে।
মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, মীরসরাইয়ে বজ্রপাতে সাজ্জাদ হোসেন নামে দশম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। এ সময় তার পিতা আহত হন। উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, গতকাল সকাল ১০টার সময় বাবার সাথে মাঠে কাজ করার সময় বজ্রপাতে পুত্র সাজ্জাদ ঘটনাস্থলে মারা যায়। আহত পিতা মোশাররফ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হয়।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, উপজেলার সাগর উপকূলে বজ্রপাতে মো. এস্কান্দর হোসেন (৫৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছে বদরুল হাসান (১৪) নামে এক স্কুলছাত্র। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের বাসিন্দা এস্কান্দর হোসেন সাগর উপকূলে গরু চরাতে যান। এ সময় বজ্রপাতে তিনি নিহত হন। বজ্রপাতে গুরুতর আহত হয় একই গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্র বদরুল হাসান। সে মুরাদপুর ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। স্থানীরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান।
বোয়ালখালী : বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালীতে বজ্রপাতে মো. জাহাঙ্গীর আলম (৩৯) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জ্যৈষ্ঠপুরা পাহাড়ের গরজংগিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লেবু বাগানে কাজ করার সময় বজ্রপাতে আহত হন জাহাঙ্গীর। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের মোস্তফা কামালের ছেলে।
মহেশখালী : মহেশখালী প্রতিনিধি জানান, মহেশখালীতে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম এনাম উল্লাহ (১৮)। তিনি উক্ত গ্রামের আব্দুর রহিমের পুত্র। আহতরা হলেন একই গ্রামের নুর আহমদের পুত্র নেজাম উদ্দিন (২৫) ও মোহাম্মদ রুবেল (৩২)।
নিহত এনাম উল্লাহর পিতা আব্দুর রহিম জানান, শনিবার রাত ১১টার দিকে বৃষ্টি হলে এনাম, নেজাম ও রুবেল বাড়ির পার্শ্ববর্তী বিলে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে তারা আহত হয়। আহত রুবেল বাড়িতে এসে খবর জানায়। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ছেলে এনাম উল্লাহ ঘটনাস্থলেই মারা গেছে। আহত নেজাম ও রুবেলকে মহেশখালী হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর পলাতক চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল
পরবর্তী নিবন্ধ১৯ আশ্রয়কেন্দ্রে ৬শ মানুষকে স্থানান্তর