চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণের দাবি

| শনিবার , ১১ জুন, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে একটি বার্ন হাসপাতাল নির্মাণের কাজ গত দেড় দশকে বাস্তবায়ন সম্ভব হয়নি। জায়গার অভাব, অর্থ সংকটসহ নানা অজুহাতে এ হাসপাতাল নির্মাণ প্রকল্প বারবার পিছিয়ে যাচ্ছে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এখন গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় শিল্প প্রতিষ্ঠান। উল্লেখযোগ্য হারে বাড়ছে বৃহত্তর চট্টগ্রামের জনসংখ্যা। পাশাপাশি সাম্প্রতিক সময়ে অগ্নিদুর্ঘটনা বেড়ে গেছে অনেকগুণ। অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীর চিকিৎসা প্রদানে বেগ পেতে হয়েছে, প্রায়শ আশংকাজনক রোগী ঢাকায় নেয়ার পথে মারা যায়। এমতাবস্থায় চট্টগ্রাম এবং আশেপাশের জেলার সাধারণ মানুষ ও শিল্প সংশ্লিষ্ট কর্মজীবীদের অগ্নিকাণ্ডে চিকিৎসার জন্য অবিলম্বে সকল জটিলতা নিরসন করে বিশেষায়িত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ এখন সময়ের দাবি। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে চট্টগ্রামে বিশেষায়িত বার্ন হাসপাতাল নির্মাণের দাবিতে সচেতন তরুণ প্রজন্মের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সংহতি সমাবেশে বক্তারা উপরোক্ত দাবি জানান।

সচেতন তরুণ প্রজন্মের প্রধান সমন্বয়কারী তরুণ সমাজকর্মী ম. মাহমদুর রহমান শাওনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী। সংগঠনের যুগ্ম সমন্বয়কারী জাহিদ তানছির স্বাগত বক্তব্য ও সংগঠক শামশুজ্জোহা আজাদ পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক মো. হামিদ হোসেন, ইফতেখার উদ্দীন জাবেদ, সংগঠক শাহ জামান, কাজী আরশাদুল আলম জীবন, শরীফুল ইসলাম শরীফ, শাওন রায়, এস এম মিরাজ, আহসান হাবীব, নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল, কানিজ ফাতেমা, মোহাম্মদ আশরাফ উল্লাহ, এম এইচ স্বপন, খন্দকার মোহাম্মদ হালিম, এম এ জলিল, তানভীরুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপারভেজ মোশাররফের মৃত্যু নিয়ে বিভ্রান্তি
পরবর্তী নিবন্ধঅনুমোদন ছাড়াই চলছে কয়েলের কাঁচামাল তৈরির কারখানা