চট্টগ্রামে পাঁচ দিনে ৭ মৃত্যু

দুর্ঘটনা ও আত্মহত্যা 

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত পাঁচ দিনে সাতজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে হাটহাজারীতে তিনজন, সাতকানিয়া, বোয়ালখালী, রাঙ্গুনিয়া ও কর্ণফুলী থানা এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

সাতকানিয়ায় বৃদ্ধের লাশ উদ্ধার : সাতকানিয়া প্রতিনিধি জানান, নিখোঁজ হওয়ার তিন দিন পর সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় মুন্সি মিয়া (৭২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে তিনি নিখোঁজ হন। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে সাঙ্গু নদীর চরতি ইউনিয়নের দ্বীপ চরতি এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

বৃদ্ধের ভাতিজা ডাক বিভাগের কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক জানান, আমার জেঠা মুন্সি মিয়াকে কোরবানির দিন জোহরের নামাজের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে। অবশেষে রোববার বিকালে সাঙ্গু নদীর চরতি ইউনিয়নের দ্বীপ চরতি এলাকায় ভাসমান লাশ পাওয়ার খবর পেয়ে আমার জেঠাতো ভাই সেখানে যায় এবং বাবার লাশ শনাক্ত করেন।

তিনি জানান, এক বছর ধরে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ইতিপূর্বে একাধিকবার নিখেঁাঁজ হয়েছিলেন। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

শিকলবাহায় অজ্ঞাত লাশ : পটিয়া প্রতিনিধি জানান, ৩০ জুন কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভেল্লাপাড়া ব্রিজের পশ্চিম পাশে বালুর মাঠ সংলগ্ন চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পাশে একজন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া যায়। তার আনুমানিক বয়স ২৭ বছর। অজ্ঞাতনামা পুরুষটির কপাল, কাঁধ ও বাম চোখের বাম পাশে ছেঁচড়ানোর দাগ রয়েছে। তার পড়নে লাল সাদা প্রিন্টের ছেঁড়া পাঞ্জাবি ও কোমরে দুটি তাবিজ কালো রঙের সুতা দ্বারা এবং গলায় একইভাবে পয়সার মতো আরো একটি তাবিজ বাঁধা ছিল।

বোয়ালখালীতে মোটরসাইকেল আরোহী নিহত : বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় মো. সুমন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২৮ জুন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কানুনগোপাড়া সড়কের মুজাহিদ চৌধুরী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিন মাস আগে তার বিয়ে হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে মুজাহিদ চৌধুরী পাড়া খন্দকার ট্রেডিংয়ের সামনে মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী সুমন গুরুতর আহত হন। আহত সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে প্রাণ হারান সুমন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, সুমন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে কেউ কোনো মামলা বা অভিযোগ দায়ের করেননি।

হাটহাজারীতে নারীর আত্মহত্যা : হাটহাজারী প্রতিনিধি জানিয়েছেন, হাটহাজারী পৌরসদরে নুসরাত জাহান মুক্তা (২২) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত শনিবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড শায়েস্তা খাঁ পাড়া এলাকার ছালে আহম্মদ ম্যানশনে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা ওই এলাকার মো. লোকমানের মেয়ে। সম্প্রতি তার স্বামীর সাথে সামাজিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাদের দাম্পত্য জীবনে ৫ বছর বয়সী এক ছেলে এবং ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় ও পরিবারের লোকজন জানান, শনিবার দুপুর সাড়ে ১১টায় পরিবারের সদস্যদের অজান্তে মুক্তা তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অটো চালকের আত্মহত্যা : হাটহাজারী পৌরসদরে মো. ফাহিম (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত শনিবার সন্ধ্যায় হাটহাজারী পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর মফিজ চেয়ারম্যান বাড়ি এলাকার রফিকুল ইসলামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ফাহিম সিলেট জেলার গোলাপগঞ্জ এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, সন্ধ্যায় মো. ফাহিম নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লাশ উদ্ধার : হাটহাজারীতে মো. সরওয়ার খান প্রকাশ মনু (৪৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাটহাজারী থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলার ফতেয়াবাদ বালুরটাল থেকে লাশটি উদ্ধার করা হয়। মনু দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ফতেয়াবাদ এলাকার মুল্লুক শাহ হাজী বাড়ির মৃত সেকান্দর সওদাগরের পুত্র।

জানা যায়, সরওয়ার খান শনিবার ভোর ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে ফতেয়াবাদের বালুরটাল এলাকায় যান। এদিকে গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে তার পরিবার। এক পর্যায়ে শনিবার গভীর রাতে উল্লেখিত এলাকায় অচেতন অবস্থায় সরওয়ারকে পড়ে থাকতে দেখলে পুলিশকে জানানো হয়। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, লাশটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

রাঙ্গুনিয়ায় ডোবায় লাশ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় ডোবা থেকে এক চা বাগান শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মুজিব সাঁওতাল। তিনি মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাম সাঁওতালের ছেলে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি চা বাগান এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে। পরে লাশটির ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ২৯ জুন সন্ধ্যার দিকে চা বাগান এলাকার নিজ বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। পরে শনিবার বিকেলের দিকে ডোবায় তাঁর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠান।

রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন নেই। ডোবায় নামতে গিয়ে হয়ত পানিতে পড়ে যান। তিনি আর উঠতে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধটাকার বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
পরবর্তী নিবন্ধলায়ন্স জেলা গভর্নর মহিউদ্দিন চৌধুরীর দায়িত্বভার গ্রহণ