চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, কাল থেকে চলবে গাড়ি

আজাদী অনলাইন | শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৪:২৩ অপরাহ্ণ

জনদুর্ভোগের কথা বিবেচনা করে চট্টগ্রাম নগরীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। আগামীকাল রোববার সকাল ৬টা থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলবে। শনিবার (৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল।

তিনি বলেন, ‘রোববার থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলবে। একটি পক্ষ রাস্তা বন্ধ করে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা প্রদান করে রাজনৈতিকভাবে ফায়দা লুটের চেষ্টা করছে। সেজন্য ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করা হয়েছে।’

পরিবহন ধর্মঘট চলাকালে ব্যক্তিগত ও সরকারি বিআরটিসি’র গাড়ি চলাচলে বাধা দেয়ার ছবিটি তুলেছেন সোহেল রানা

তবে শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা বলেন, ‘কেন্দ্রীয়ভাবে ধর্মঘট আহ্বান করা হয়েছে। আমরা সেখান থেকে এখনও কোনো সিদ্ধান্ত পাইনি। কেউ প্রত্যাহার করলে আমি জানি না।’

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু
পরবর্তী নিবন্ধজ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে সিয়েরা লিওনে নিহত ৯১