চট্টগ্রামে করোনা সংক্রমণের সংখ্যা ও হার দিন দিন বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩৫ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ২ দশমিক ৯৮ শতাংশ। এ সময় করোনায় কোনো রোগির মৃত্যু হয়নি। চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। খবর বাসসের।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। ১ জানুয়ারি ১৬ জন এবং ২ জানুয়ারি ২৩ জনের নতুন সংক্রমণ চিহ্নিত হয়। আক্রান্তের হার যথাক্রমে ১ দশমিক ৫৮ ও ১ দশমিক ৫৬ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গত সোমবার চট্টগ্রামের ১ হাজার ১৭৫ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৩৫ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ৩৩ জন ও রাঙ্গুনিয়া উপজেলার ২ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২ হাজার ৭১৬ জন। এর মধ্যে শহরের ৭৪ হাজার ৩৩৩ ও গ্রামের ২৮ হাজার ৩৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৩২ জনই রয়েছে। এতে শহরের ৭২৩ ও গ্রামের ৬০৯ জন।












