শনিবার ৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে আরো ১ হাজার ১১৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭.৪১ শতাংশে। আগের দিন শুক্রবার ৮০৯ জনের শনাক্তে এ হার ছিল ২৭.৭৭ শতাংশ। হিসেবে গত কয়েকদিনের তুলনায় শেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার কমেছে। শেষ ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তবে আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ১ হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়, নতুন বছরের শুরু থেকেই চট্টগ্রামে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বছরের প্রথম দিন শনাক্তের হার ছিল ১ শতাংশের ঘরে। কয়েকদিন আগে শনাক্তের হার ৪০ শতাংশে ঠেকে।
শনিবার পর্যন্ত সব মিলিয়ে চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ১২৭ জনে। এদিকে শনিবার শনাক্ত ১ হাজার ১১৫ জনের ৭৯৪ জন মহানগরের, ৩২১ জন উপজেলার। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।