সারাদেশে এক ধাক্কায় মৃত্যু বেড়ে ৩৪

এক সপ্তাহে লাখের বেশি রোগী

| সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের মধ্যে একদিনে মৃত্যুর সংখ্যা ২৪ ঘণ্টার মধ্যে বেড়ে দেড় গুণ হলো। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার নমুনা পরীক্ষা করে ১২ হাজার ১৮৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। একদিনে মৃত্যুর এই সংখ্যা গত ১৮ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। একদিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ ২২ সেপ্টেম্বর, সেদিন ৩৬ জনের মৃত্যু হয়েছিল।
শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৩৭৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ২১ জনের। সেই হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৭ শতাংশ, আর মৃত্যু বেড়ে দেড় গুণ হয়েছে। খবর বিডিনিউজের।
এদিকে সংক্রমণের ঊর্ধ্বগতির ধারা বজায় রেখে ওমিক্রনের প্রভাবে দেশে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। গত এক সপ্তাহে রোগী শনাক্ত হয়েছে এক লাখের বেশি। এ সপ্তাহে মৃত্যুও বেড়েছে আগের সপ্তাহের তুলনায়। এর আগে ডেল্টা ধরনের প্রভাবে গত বছর জুলাইয়ে সপ্তাহে লাখের বেশি আক্রান্ত দেখেছিল বাংলাদেশ।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৩৬৩ জনের মৃত্যুর খবর সরকারের খাতায় এসেছে। সরকারি হিসাবে গত একদিনে দেশে সেরে উঠেছেন ২ হাজার ১৬৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা এক লাখ ৯১ হাজার ৩২৪ জন।
জানুয়ারির প্রথম দিনও শনাক্ত রোগীর সংখ্যা ছিল চারশর নিচে। ১৬ জানুয়ারি তা ১৬ হাজার ছাড়ায়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার রেকর্ড ৩৩ দশমিক ৩৭ শতাংশে পৌঁছায় গত শুক্রবার। গতকাল শনাক্তের হার কিছুটা কমে ২৮ দশমিক ৩৩ শতাংশে এসেছে। আর মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৭ হাজার ২০৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৫৯ শতাংশের বেশি। গত কয়েক মাস ধরে দৈনিক শনাক্ত রোগীর একটি বড় অংশ থাকে ঢাকার। তবে গত দুই সপ্তাহ ধরে দেশের অন্যান্য জেলায়ও রোগীর সংখ্যা বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ১ হাজার ১১৫ জন
পরবর্তী নিবন্ধমামলা আছে বলে ধরে নিয়ে ব্যবসায়ীকে পিটুনি!