প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদনের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাংগঠনিক কাঠামোতে নতুন চারটি থানা স্থাপনের প্রস্তাব করা হয়েছে। নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, থানা গঠন বা স্থাপনের প্রস্তাব এবং সম্প্রসারণ বা পুনর্গঠনের জন্য সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) অনুমোদন করা হয়। নতুন সরকারের প্রথম নিকার সভায় ২৪ প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। সিএমপির প্রস্তাবিত নতুন চারটি থানা হলো বঙ্গবন্ধু টানেলের পূর্ব থানা, বঙ্গবন্ধু টানেলের পশ্চিম থানা, কাট্টলী থানা এবং মোহরা থানা। এছাড়া রাউজান থানাকে বিভক্ত করে দক্ষিণ রাউজান থানা স্থাপনের প্রস্তাব করা হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙার তবলছড়ির পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে জননিরাপত্তা বিভাগ।