নগরীর সকল সরকারি সেবাগ্রহীতাদের কল্যাণে আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হবে। যেকোনো সরকারি সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার ভুক্তভোগী সেবাগ্রহীতারা গণশুনানিতে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট অফিস প্রধান বা কর্মকর্তার সম্মুখে তাদের অভিযোগ তুলে ধরবেন। এরপর তাৎক্ষণিক উক্ত অভিযোগ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের শহীদ বীরোত্তম অডিটোরিয়ামে সকাল ৯টায় গণশুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দুদক, চট্টগ্রাম-২ এর উপপরিচালক নাজমু ছাদাত আজাদীকে বলেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দুদকের মহাপরিচালক, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, চট্টগ্রাম দুদকের বিভাগীয় পরিচালকসহ চট্টগ্রামের বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের উপস্থিতিতে অভিযোগকারীদের অভিযোগের জবাব বা সমাধান দিবেন কিংবা ক্ষেত্রবিশেষে আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে।
নাজমু ছাদাত বলেন, গত ২২ জুলাই থেকে বিআরটিএ, পাসপোর্ট অফিস, কাস্টমস, বন্দর ও জেলা প্রশাসন কার্যালয়সহ গুরুত্বপূর্ণ ৯টি স্পট থেকে অভিযোগ বঙ বসিয়ে লিখিত অভিযোগ সংগ্রহ করা হয়। উক্ত অভিযোগের বিষয়ে মূলত শুনানি অনুষ্ঠিত হবে। অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব অভিযোগ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সম্ভব হবে না সেসব বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২ বছর করোনা মহামারির কারণে দুদকের গণশুনানি অনুষ্ঠান বন্ধ ছিল।