চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ১০ হাজার ছাড়িয়েছে। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৫ জন। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৯২ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন রোগী। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২১ জন রোগী বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৩৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ২৪ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ১২ জন, সিএমএইচে ৪ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালে ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ১ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। তবে এই সময়ের মধ্যে কোনো মৃত্যু নেই।