চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু নতুন আক্রান্ত ১৪৬

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৪:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪ বছর বয়সী এক শিশু মারা গেছে। নুর হাসিনা নামে শিশুটিকে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। এছাড়া সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪৬জন নতুন রোগী সরকারিবেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় আরো জানায়, সরকারি হাসপাতালে ৯২ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ২০২৩ সালে এখন পর্যন্ত মোট ১০ হাজার ২০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছে ২১ জন এবং চলতি অক্টোবরের প্রথম চার দিনে মারা গেছে দুই জন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দগ্ধ
পরবর্তী নিবন্ধক্রিকেটের বিশ্ব ট্রফির লড়াই শুরু আজ