চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম থেকে গত সন্ধ্যায় জানানো হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে পতেঙ্গা কাটগড় এলাকার মাধবী দাশকে গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকালই ডেঙ্গু শক সিনড্রোমে তার মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ৮৫ জনের মৃত্যু হলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৫ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৬ জন এবং বেসরকারি হাসপাতালে ১৯ জন। সরকারি হাসপাতালের ৩৬ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৮, জেনারেল হাসপাতালে ৮, সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামে ৩ ও বিভাগীয় পুলিশ হাসপাতালে ৪ জনকে ভর্তি করানো হয়।











