চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১২২ জন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল নতুন ১২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারিবেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৪১ জন। তবে গতকাল কোনো ডেঙ্গু রোগী মারা যাননি। গতকাল রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১২২ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৫ জন রোগী। এছাড়া এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৮ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসে মারা গেছেন ২১ জন। চলতি অক্টোবরে মারা গেছেন ৪ জন।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতিবিদ আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধসিইসির কাছ থেকে প্রত্যাশার কোনো কারণ নেই: খসরু