বিগত তিনটি (দশম, একাদশ ও দ্বাদশ) জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তে গঠিত জাতীয় নির্বাচন তদন্ত কমিশন আজ থেকে দুইদিন (শুক্রবার ও শনিবার) চট্টগ্রামের তিনটি আসনের নির্বাচনের প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট যারা দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। গত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে উত্থাপিত অভিযোগের বিষয়ে পর্যালোচনাপূর্বক ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য জাতীয় নির্বাচন তদন্ত কমিশন গঠন করা হয়। উক্ত তদন্ত কমিশনের সদস্য ড. মো. আব্দুল আলীম ও ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন চট্টগ্রামে গত তিনটি নির্বাচনের তিনটি আসনের প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট যারা দায়িত্ব পালন করেছিলেন তাদের শুনানি গ্রহণ করবেন।
আজ ৭ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৫ হাটহাজারী আসনের সকলকে শুনানিতে ডাকা হয়েছে। তাদের কাছে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ গ্রহণ করবেন এবং শুনবেন। একই দিন বিকেল আড়াইটায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা–হালিশহর) আসনে দায়িত্বপালনকারী রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৫ জন পোলিং এজেন্টকে জিজ্ঞাসাবাদ করবেন।
পরদিন ৮ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম–৫ হাটহাজারী আসনে দায়িত্বপালনকারী রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৫ জন পোলিং এজেন্টের কাছ থেকে নির্বাচন নিয়ে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের ব্যাপারে শুনানি গ্রহণ করবেন।
দুইদিন এই তিন আসনের সংশ্লিষ্ট প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে উত্থাপিত অভিযোগের বিষয়ে পর্যালোচনা করে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গত ২৯ জুলাই এই তদন্ত কমিশন গঠন করা হয়।










