চট্টগ্রামের চার (পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও রাউজান) পৌরসভায় নির্বাচিত মেয়র, কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ১০ মার্চ (বুধবার)। ওইদিন বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার এবিএম আজাদ নির্বাচিত পৌর মেয়র এবং কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন। ১০ মার্চ শপথ গ্রহণের আগে আগামী ৯ মার্চের মধ্যে নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের সম্পত্তির বিবরণী সংক্রান্ত হলফনামা দাখিল করতে হবে। গতকাল রবিবার স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপ-পরিচালক বদিউল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও রাউজান পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে রাউজানে মেয়রসহ সকল কাউন্সিলর প্রার্থী এবং সাতকানিয়ায় শুধুমাত্র মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে গত ১ মার্চ এ চার পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধিদের নাম, ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করা হয়। শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপ-পরিচালক বদিউল আলম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে- শপথগ্রহণের পূর্বেই স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ২৮(১) ও ২৮(২) এর ধারা অনুসরণে যাবতীয় কার্যাদি সম্পন্ন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।