চট্টগ্রামে চারশ ছুঁয়েছে মৃত্যু

নতুন শনাক্ত ৪১৪

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষায় আরও ৪১৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনার ১৫.০২ শতাংশ পজেটিভ হয়েছে এদিন। নতুন শনাক্ত ৪১৪ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭১৫ জনে। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মাঝে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। আর এ ৪ জনসহ আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৪০০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫৬টিসহ এ পর্যন্ত মোট ৩ লাখ ৬৪ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৪২ হাজার ৭১৫ জনের। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের গড় হার ১২ শতাংশ। নতুন ৭০ জনসহ এ পর্যন্ত ৩৪ হাজার ৪৮০ জন রোগী সুস্থ হয়েছেন। হিসেবে আক্রান্তদের ৮১ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত ৪৯৪ জনের মধ্যে ৩৭৩ জন নগরী ও ৪১ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন আজাদীকে গতকাল বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে এক সপ্তাহে চার শতাধিক মৃত্যু
পরবর্তী নিবন্ধডি-৮ শীর্ষ সম্মেলন আজ