চট্টগ্রামে গ্রেফতার ২ জনকে কক্সবাজারে এনে জিজ্ঞাসাবাদ

কক্সবাজারে হোটেলে খুন

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ৯:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের হোটেলে খুনের ঘটনায় চট্টগ্রামে গ্রেফতার রক্তাক্ত জামা পরা সেই দুই যুবককে কক্সবাজারে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে কক্সবাজারের হোটেলে খুনের দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।
গ্রেফতারকৃতরা হলো ঢাকার মালিবাগের চৌধুরীপাড়ার আব্দুস সালামের ছেলে মো. বাবু ও একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. নজরুল ইসলাম।
ওসি মুনীর-উল-গীয়াস বলেন, “মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রামের কর্ণফুলী সেতুর চেকপোস্টে পুলিশ যানবাহনে তল্লাশি করছিল। এসময় কক্সবাজার শহর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি বাসে দুই ব্যক্তিকে রক্তাক্ত জামা পরা দেখতে পেয়ে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়। এরপর বুধবার সন্ধ্যায় তাদের কক্সবাজারে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
আজ বুধবার (১৭ মার্চ) রাত ৯টায় ওসি জানান, গ্রেফতার বাবু ও নজরুল পুলিশের জিজ্ঞাসাবাদে কক্সবাজারের হোটেলে খুনের দায় স্বীকার করেছে।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে কক্সবাজার শহরের কলাতলী সড়কের ‘সুইটহোম’ নামের একটি কটেজ থেকে আবদুল মালেক (২৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আগেরদিন তিনজন মিলে ঐ কটেজের ৩০২নং কক্ষটি ভাড়া নিয়েছিল কিন্তু মঙ্গলবার বিকালের দিকে ঐ কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে হোটেল কর্তৃপক্ষ সন্দেহবশত: পুলিশকে খবর দেয়। পুলিশের একটি দল হোটেল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের ধারণা, তাকে গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে।
নিহত আবদুল মালেক (২৮) কক্সবাজার শহরের বাদশা ঘোনা এলাকার জাকের হোসাইনের ছেলে।
হোটেলের সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, কক্ষ ভাড়া নেওয়া বাবু ও নজরুল সোমবার রাত ১০টা ২২ মিনিটের সময় হোটেল ত্যাগ করে। এরপর আর ফিরেনি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় ট্রাকচাপায় আহত শিশু সাঈদ মারা গেছে
পরবর্তী নিবন্ধভাসানচরে সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি রোহিঙ্গাদের