ভাসানচরে সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি রোহিঙ্গাদের

ইউএনএইচসিআর প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ৯:৫৩ অপরাহ্ণ

ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের খোঁজ নিতে আজ বুধবার (১৭ মার্চ) দুপুরে নৌবাহিনীর তত্ত্বাবধানে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর বাংলাদেশের সহকারী প্রতিনিধি ফুমিকো কাশিওয়ার নেতৃত্বে ১৮ জনের প্রতিনিধি দল ভাসানচর গেছে।
এ দলে এনজিও ব্যুরোর সচিবও রয়েছেন বলে নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম।
তিনি বলেন, “প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।”
খোঁজ নিয়ে জানা যায়, সেখানের একটি হল রুমে ৬০ জন রোহিঙ্গা প্রতিনিধির সাথে মিলিত হন পরিদর্শনে যাওয়া দলটি। সমসংখ্যক নারী-পুরুষের রোহিঙ্গা প্রতিনিধিরা ভাসানচরে তাদের যাওয়া, অবস্থান, সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গা প্রতিনিধি মো. সোহেল জানান, ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গারা বেশ ভালোই আছেন। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এগিয়ে আসলে আরো বেশি রোহিঙ্গা পরিবার এখানে চলে আসবে।
গত ২০২০ সালের ৪ ডিসেম্বর শুরু হয়ে পাঁচ ধাপে এ পর্যন্ত প্রায় ১৪ হাজার রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থাকে ভাসানচরে স্বেচ্ছায় স্থানান্তরিত হয়। এরপর এই প্রথম জাতিসংঘের কোনো সংস্থার প্রতিনিধি দল সেখানে পরিদর্শনে গেল।
প্রতিনিধি দলটি ভাসানচনে তিন’দিন অবস্থান করবে এবং সেখানকার পরিবেশ-পরিস্থিতি ঘুরে দেখবে। রোহিঙ্গা ও সংশ্লিষ্টদের সঙ্গেও আরো কয়েক দফা বৈঠক করার পর আগামী ২০ মার্চ সকালে তারা সেখান থেকে ফিরে যাওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে গ্রেফতার ২ জনকে কক্সবাজারে এনে জিজ্ঞাসাবাদ
পরবর্তী নিবন্ধ২৫ নং রামপুর ওয়ার্ড ছাত্রলীগের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন