চট্টগ্রামে গ্রেনেড উদ্ধার মামলার রায় আজ

| বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

চার বছর আগে নগরের সদরঘাট থানার একটি বাড়ি থেকে ১০টি তাজা গ্রেনেড উদ্ধারের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করার মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। মামলায় ৬ পুলিশ সদস্য ও ভবন মালিকসহ ৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। খবর বাংলানিউজের।
এ মামলায় আসামি হলেন- মো. রকিবুল হাসান (২২)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোদালা কাটা সরকার বাড়ির মো. জসিম উদ্দিনের ছেলে। তার ছদ্মনাম সালাহ উদ্দিন আয়ুবী, আবু তাছিব আল বাঙালী ও হাসান।
চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনোরঞ্জন দাশ বাংলানিউজকে বলেন, সদরঘাটের একটি বাড়ি থেকে ১০টি তাজা গ্রেনেড উদ্ধারের ঘটনায় আসামি রাকিবুল হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি।
গ্রেফতার জঙ্গির বিরুদ্ধে সদরঘাট থানায় একটি মামলা করেছিলেন তৎকালীন নগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য পুলিশ পরিদর্শক রাজেশ বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে যুবলীগের সভাপতি সম্পাদক হতে চান ১৭৭ জন
পরবর্তী নিবন্ধরেলের জায়গা দখল করে কর্মচারী ও প্রভাবশালীদের বাণিজ্য