গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৭টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ২৭ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। রোববার (২৬ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এসময়ে অ্যান্টিজেন টেস্ট করা হয়নি।
নতুন আক্রান্ত ২ জন মহানগর এলাকার ও ১ জন পটিয়া উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৬৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২১৭ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৪৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।