চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ২ জন

আজাদী অনলাইন | রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ১০:০৯ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ১০ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
রোববার (৫ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ১জন মহানগর এলাকার এবং ১ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪১৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১০১ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৬ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নের গতিশীলতা ও একজন আবদুচ ছালাম
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে বিদেশে নিতে আইনি বাধা নেই